বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

পাকিস্তানের সঙ্গে বৈঠক বাতিল করেছে ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

পাকিস্তানের সঙ্গে বৈঠকের ব্যাপারে সম্মত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানিয়েছে ভারত। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য বৈঠকের কথা জানালেও শুক্রবার কাশ্মীরে সে দেশের তিন পুলিশের লাশ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই সিদ্ধান্ত বদলের ঘোষণা আসে। পুলিশ হত্যার ঘটনাকে প্রধানমন্ত্রী ইমরান খান ও পাকিস্তানের ‘অসৎ উদ্দেশ্যের’ অংশ হিসেবে দেখছে ভারত। তারা বলছে, সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলতে পারে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ইমরান খানকে চিঠি লিখে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই চিঠিতে মোদি বলেছিলেন, গঠনমূলক আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনই সুসম্পর্ক রক্ষার একমাত্র পথ। উত্তরে ইমরান খানের পক্ষ থেকে লেখা চিঠিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি জানানো হয় পাকিস্তান সন্ত্রাসবাদ নিয়ে আলোচনায় প্রস্তুত। চিঠিতে বন্ধ থাকা সার্ক শীর্ষ সম্মেলন শুরু করার প্রস্তাবও দেন ইমরান খান। ইমরানের চিঠির ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার পাকিস্তানের সঙ্গে ভারতের সম্ভাব্য বৈঠকের কথা জানান। তিনি বলেন, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন বার্ষিক অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির মধ্যে বৈঠক হবে। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনায় সম্মত হওয়ার একদিনের মাথায় শুক্রবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তিন পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতেই অপহরণ করা হয়েছিল চার পুলিশ সদস্যকে। অপহৃতদের একজন পালিয়ে আসতে সক্ষম হন। এ ঘটনার পর শুক্রবার বৈঠকের সিদ্ধান্ত বদলের ঘোষণা দিয়ে রবীশ কুমার বলেন, ‘ইমরানের চিঠি পেয়ে আমরা মনে করেছিলাম পাকিস্তান ইতিবাচক পথে হাঁটতে যাচ্ছে, নতুন কিছু শুরু হবে। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন