বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

তিনটি ওয়ার্ডের ফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবি

সিসিক নির্বাচন নিয়ে তিন মামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) চতুর্থ নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি, অনিয়ম ও ভোটকেন্দ্র দখলের অভিযোগ এনে তিনটি ওয়ার্ডের ফল বাতিল করে পুনঃনির্বাচন চেয়ে মামলা করা হয়েছে।

জানা গেছে, তিনটি ওয়ার্ডের ফলাফল বাতিলের দাবিতে সিলেটের নির্বাচনী ট্রাইব্যুনালে তিনটি মামলা করেছেন নগরের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেলওয়ার হোসেন সজীব ও ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ মিছবাহ উদ্দিন।
ইসি সূত্রে জানা গেছে, সিসিক নির্বাচনের প্রার্থীদের আপত্তি নিয়ে মামলা করার শেষ দিন ছিল গত বৃহস্পতিবার এ সময়ের মধ্যেই গত ১৮ সেপ্টেম্বর সিলেট সিটি নির্বাচন সংক্রান্ত নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বাবুল। এছাড়া ২০ সেপ্টেম্বর মামলা করেন সজীব ও মিছবাহ। বিধি অনুসারে, নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা হওয়ার পর ১৮০ দিনের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করতে হবে। সূত্র জানায়, যে তিন কাউন্সিলর প্রার্থী মামলা করেছেন তারা ভোট জালিয়াতি, জালভোট, কেন্দ্র দখল, আচরণবিধি লঙ্ঘন প্রভৃতি নানা অভিযোগ উল্লেখ করেছেন। বাদী পক্ষের আইনজীবী এইচ এম ইরশাদুল হক জানান, নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার শেষ দিন ছিল ২০ সেপ্টেম্বর। এ সময়ের মধ্যে তিনটি মামলা হয়েছে। মামলাগুলোর নম্বর হলো ০২/১৮, ০৩/১৮ ও ০৪/১৮।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন