শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন ধারাবাহিক জ্যোতিষ রাজ টিপু সুলতান

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

আহসান আলমগীর এর রচনা এবং দেবাশীষ বড়–য়া দিপ-এর পরিচালনায় এটিএন বাংলায় রবি থেকে বৃহস্পতিবার রাত ৯.৩০টায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘জ্যোতিষ রাজ টিপু সুলতান’। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এছাড়া আরও অভিনয় করেছেন বন্যা মির্জা, মুনিরা মিঠু, শানারাই দেবী শানু, জয়রাজ, শাহাদাৎ হোসেন, হুমায়রা হিমু, মিমো, অবিদ রেহান, শামীম হোসেন, সঞ্জিব আহমেদ, তন্দ্রা, সিমানা, কাজী আসাদ প্রমুখ। এর গল্পে দেখা যাবে, নিশু ও শুভ্র মাত্র কয়েক মাস আগে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করে। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই তাদের মতের অমিল দেখা দেয়। শুভ্রর ব্যবসায় অনেক টাকা লোকসান হয়ে যায়, এর জন্য সে স্ত্রীর দুর্ভাগ্যকেই দায়ী করে। কিন্তুু এসব অপবাদ শুনতে নারাজ নিশু। কি করবে সে। এর মধ্যে বান্ধবীর পরামর্শে যায় জ্যোতিষ রাজ টিপু সুলতানের কাছে। জ্যোতিষ রাজ নিশুর হস্তরেখা গণনা করে, তাদের সমস্যার বিস্তারিত শুনে স্বামীকে অফিসে নিয়ে আসার পরামর্শ দেয়। কিন্তু শুভ্র জ্যোতিষের কাছে যেতে কোনভাবেই রাজি হয়না। অনেক বোঝানোর পর সে জ্যোতিষের কাছে যায়, জ্যোতিষ তাদের হস্তরেখা বিচার করে শনির দশা থেকে মুক্ত হওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা মূল্যের আংটি প্রদান করে। কিন্তু তেমন কোন ফলই আসছেনা। জ্যোতিষ তাদের ধৈর্য্য ধারন করতে বলে, ইতিমধ্যে শুভ্র দেনাদারদের চাপ, এবং লক্ষ লক্ষ টাকা লোকসানের স্মৃতি তাকে অস্থির করে তোলে। সে মানষিক ভাবে অসুস্থ্য হয়ে পড়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন