নরসিংদী সদর উপজেলার দুর্গম চর এলাকা নজরপুর ইউনিয়নের জামালিয়াকান্দি গ্রামে দুসহোদরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃওরা। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫ টায় এ ঘটনা ঘটে।
জানাগেছে, ওই গ্রামের কবির আহমেদের পুত্র খলিল মিয়া (২৫) ও অলি আহমেদ (২০) কে ঘটনার দিন বিকেলে কুপিয়ে হত্যা করে ওই গ্রাম সংলগ্ন একটি ধানের জমিতে লাশ ফেলে রাখে।
করিমপুর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক আবুল হাশেম মজুমদার জানান, দীর্ঘদিন যাবৎ এরা মাদক ব্যবসা চালিয়ে আসছিল। ধারনা করা হচ্ছে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীরা তাদেরকে হত্যা করে থাকতে পারে। এলাকাবাসী সূত্রে খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন