দিনাজপুরের বিরলে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নাশকতা চালানোর গোপন সভা করার সময় ৪ টি ককটেল সদৃশ বস্ততসহ এক ইউনিয়ন বিএনপি’র সভাপতিকে আটক করেছে পুলিশ। এব্যাপারে ১৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাত আসামী আরো ১৬/১৭ জন।
বিরল থানার অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল জানান, বুধবার বিকাল পৌনে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ তাঁর নেতৃত্বে বিরল উপজেলার ফরকক্কাবাদ ইউপি'র চককাঞ্চনে দিনাজপুর-বিরল (স্থলবন্দর) সড়ক সংলগ্ন মিনি চাইনিজ রেস্টুরেন্ট এর পিছনে ২৫-৩০ জন ব্যক্তিসহ পাঁচশালা গ্রামের মৃত হাসিম উদ্দীনের পুত্র আটক শহরগ্রাম ইউপি বিএনপি’র সভাপতি সালেহ উর রহমান মন্টুসহ নাশকতার প্রস্তুতিমূলক গোপন সভা করছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও সালেহ উর রহমান মন্টুকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাঁর হাতে থাকা একটি ব্যাগ থেকে ছোট বড় ৪টি লাল রংয়ের ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছেন বলে জানান থানার অফিসার ইনচার্জ।
তিনি আরো জানান, পরে মন্টুকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁর সঙ্গে থাকা লোকজনের নাম ঠিকানা সংগ্রহ ও আটকের চেষ্টা চালানো হয়। এব্যাপারে বুধবার রাতে বিরল থানায় মন্টুসহ নামীয় ১৭ জন এবং অজ্ঞাত ১৬/১৭ জনকে আসামী করে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন