শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

অস্ত্রসহ আটক ২

নীলফামারী সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

নীলফামারীর ডোমার উপজেলায় দেশীয় তৈরী ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড কার্তুজসহ অস্ত্র ব্যবসায়ী এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ এর নীলফামারী ক্যাম্পের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকালে র‌্যাবের মিডিয়া সেন্টার জানায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর রাতে অভিযান চালিয়ে উপজেলার ছোটরাউতা এলাকার অস্ত্র ব্যবসায়ী মিজানুর রহমান(৪৫) ও মাদক ব্যবসায়ী রুপা বেগম (৩৫) কে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড কার্তুজ, ফেন্সিডিল ও বিদেশী মদ উদ্ধার করা হয়।
র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর এটি এম নাজমুল হুদা জানান, এ ব্যাপারে ডোমার থানায় একটি মাদক ও একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন