শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ বিটিভিতে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন এর ২৭তম পর্ব প্রচার হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। মোট ১৬টি পরিবেশনা থাকছে এবারের পরিবর্তনে। পরিবর্তনের এবারের পর্বে যথারীতি তিনটি গান রয়েছে। ‘আমার বন্ধুয়া বিহনে গো সহেনা পরানে গো’ জনপ্রিয় এই গানটি গাইবেন সংগীতশিল্পী রেশাদ মাহমুদ। কথা সুর অবিকৃত রেখে গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ।ফয়সাল রাব্বাকিন এর কথায় আহির ইসলাম এর সুর ও সঙ্গীতে আরেকটি গান গাইবেন পাওয়ার ভয়েস খ্যাত সংগীত শিল্পী তাসনিম আনিকা। রোমান্টিক এই গানটি চমৎকার গেয়েছেন এবং মিলনায়তনের দর্শকদের সামনে পরিবেশন করেছেন আনিকা। বর্তমান সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী ঐশী গাইবেন রবিউল ইসলাম জীবন এর কথায় জনপ্রিয় সংগীত শিল্পী ও সংগীত পরিচালক ইমরানের সুরও সংগীতায়োজনে একটি গান।বরাবরের মতোই ঐশী চমৎকার গেয়েছেন এবং পারফরমেন্স করেছেন। তিন রকম তিনটি গান দর্শকদের আনন্দ দিবে বলে আমাদের বিশ্বাস। নৃত্যপরিচালক ও নৃত্যশিল্পী আবু নাঈমের পরিচালনায় ক্ল্যাসিক্যাল ঘরানার একটি নৃত্য নাঈম ড্যান্স কোম্পানির সহশিল্পীদের নিয়ে পরিবেশন করবেন এই সময়ের প্রতিশ্রæতিশীল মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী হিমি। মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে দর্শক প্রতিযোগিতা পর্ব সাজানো হয়েছেবাংলাদেশী বাংলা চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন কুইজের মাধ্যমে।এর মধ্যে রয়েছে সিনেমা হল, সিনেমা এবং অভিনয় শিল্পী। এছাড়া থাকছে পরিবর্তনের নিয়মিত পর্ব। সাহরিয়ার মোহাম্মদ হাসান-এর প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন