শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ২০ ঘণ্টা পর চালু একটি ফেরি

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

পদ্মা নদীতে পানি হ্রাস অব্যাহত থেকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌপথে নাব্য পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করেছে। গত শুক্রবার বিকেল ৪ টা থেকে নাব্য সঙ্কটের কারণে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার পর গতকাল শনিবার বেলা ১২টার দিক শিমুলিয়া থেকে একটি মাত্র ফেরি ছেড়ে কাঁঠালবাড়ি ঘাটে আসে। নৌপথের লৌহজং টার্নিং, পদ্মা সেতুর চায়না চ্যানেল টার্নি পয়েন্টসহ কয়েকটি পয়েন্টে নাব্য সঙ্কট প্রকট আকারে দেখা দিয়েছে। গত ৭ দিন ধরেই সন্ধ্যার পর ফেরি সার্ভিস বন্ধ থাকছে। এতে ঘাটে আটকে এ্যাম্বুলেন্সসহ যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তি পোহাচ্ছেন। বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, প্রতিদিন দিনের বেলা চলাচল করে ৩/৪ টি ফেরি। সন্ধার পর সকল ফেরিই বন্ধ রাখা হয়। শুক্রবার বিকেল ৪ টা থেকে নাব্যতা সংকটের কারনে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার পর শনিবার বেলা ১২টার দিক শিমুলিয়া থেকে একটি মাত্র ফেরি কাঁঠালবাড়ি ঘাটে ছেড়ে আসে। বাকি সকল ফেরিই বন্ধ ছিল। এতে উভয় ঘাটে ৭ শতাধিক যানবাহন আটকে যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট সহকারী ম্যানেজার মোঃ রুহুল আমিন বলেন, গত ৬ দিনের তুলনায় আজ ফেরি আরো কম চলছে। আজ মাত্র ১টি ফেরি চলেছে। নাব্য সঙ্কট নিরসনে ড্রেজিং চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন