বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কালকিনিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

‘মাদককে না বলি, সুন্দর একটি সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলার একমাত্র মাদক বিরোধী সংগঠন ইউনিটি ইজ দ্যা পাওয়ারের উদ্যোগে কয়ারিয়া ইউনিয়নের বিভিন্ন স্কুল কলেজের শতাধিক এ প্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরন করা হয়েছে। গত রোববার বিকেলে এসপিএস উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ হল রুমে উক্ত অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও আমিনুল ইসলাম। কলেজের অধ্যক্ষ ছানাউল হকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবর রহমান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন সাহাবুদ্দিন মাস্টার, ইউনিটি ইজ দ্যা পাওয়ারের সভাপতি ওবাইদুর রহমান, সাধারন সম্পাদক রাকিব হোসেন, সহ-সভাপতি সাহেদুল ইসলাম দিপুসহ সংগঠনের নের্তৃবৃন্দ।
এ সময় একজন খেয়াঘাটের দরিদ্র মাঝিকে বস্ত্র বিতরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Moumita Paul Arthy ৩ জুলাই, ২০২০, ৪:৩২ পিএম says : 0
ভালো উদ্দেশ্য
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন