করিমগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা দিয়েছে করিমগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের সভা কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যপক মো. আজিজুর রহমান।
প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আ.ন.ম নৌশাদ খান। বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ ছোবহানিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ. বারী, করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম। ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. রুস্তম আলীর পরিচালনায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, কান্দাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশফিকুর রহমান, হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, দেওঘর আসাদুল হক দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আ. হাই, শিক্ষার্থী নাজমুস সাকিব, মোহাইমিনুল কবীর নাফি, সামান্তা আক্তার সাথী, অভিভাবক আবু শহীদ, হারুনুর রশিদ প্রমুখ। পরে অতিথিবৃন্দ এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত করিমগঞ্জের অর্ধশতাধিক কৃতী ছাত্র-ছাত্রীদেরকে সম্মাননা ক্রেস্ট, উপহার ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় ট্্রাস্ট্রের প্রচার সম্পাদক নুরুল ইসলাম নুরুল ইসলাম, শিক্ষক আব্দুল হাই বিএসসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, ট্্রাস্টিবোর্ডের সদস্যগণ, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন