ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ইনকিলাব পত্রিকায় গত সোমবার (১ অক্টোবর ২০১৮ইং) “মন্ত্রীর বাড়ির রাস্তা প্রশস্ততায় বিনা নোটিশে উচ্ছেদ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রকৃত ঘটনা হলো, যে দোকান উচ্ছেদকে কেন্দ্র করে এ সংবাদ পরিবেশিত হয়েছে সেই জায়গাটি লক্ষীপুর জেলা পরিষদের। জনস্বার্থে রাস্তা প্রশস্তকরার উদ্দেশ্য উচ্ছেদ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ী জেলা পরিষদের কাছ থেকে একসনা লিজ নিয়ে তাঁর ব্যবসা পরিচালনা করে আসছিলো এবং লিজের শর্তই ছিলো সরকারি প্রয়োজনে তারা লিজকৃত স্থান ছেড়ে দেবে। এখন সময়ের প্রয়োজনে রাস্তা প্রশস্ত করার জন্য দোকানটি উচ্ছেদ করা হয়েছে এবং সেটি করেছে জেলা পরিষদ। জেলা পরিষদ গত ৩ (তিন) বছর তাদেরকে একসনা লিজের রশিদ দেয়নি এবং তাদেরকে বার বার উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হলেও তারা তা কার্যকর করেনি।
এব্যাপারে জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান জানান, শহরের সৌন্দর্য রক্ষার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে পদক্ষেপ নিয়ে ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়েছে। যার সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি’র কোন সম্পর্ক নেই। একটি স্বার্থনেষী মহল সুযোগ নিয়ে এ সংবাদ পরিবেশন করায় একদিকে যেমন মন্ত্রীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্থ করা হয়েছে অন্যদিকে সরকারকে বিব্রত করার অপপ্রয়াস চালানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন