বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বুধবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড এস এম মসিউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল দুপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ বিএনপি ঘোষিত ৭ দফা দাবি ও ১২টি লক্ষ্য বাস্তবায়নে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় বিএনপি নেতা এড আকরামুল আলম, হরিণাকুন্ডু বিএনপির আইন বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক আব্দুল আলীমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঝিনাইদহ জেলা বিএনপির স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গনতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে সবার কাছে অবাধ, সুষ্ঠ ও একটি গ্রহনযোগ্য নির্বাচন প্রয়োজন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন