পড়াশোনা শেষ করে বেকার থাকাটা যে কত কষ্টের, তা শুধু ভুক্তভোগীরাই জানে। নিয়োগ বিজ্ঞপ্তি যেন বেকারদের নিঃস্ব করার ভয়ঙ্কর ফাঁদ, বেকার জীবনে চাকরি আবেদন ফি হলো মড়ার উপর খাঁড়ার ঘা। ব্যাংক ছাড়া প্রায় সব প্রতিষ্ঠান প্রতিটি আবেদনের জন্য ১০০-৫০০ টাকা ফি (ব্যাংক ড্রাফট, ট্রেজারি) নেয়; অথচ দফায় দফায় পরীক্ষার তারিখ, স্থান পরিবর্তন করা হলেও দুই টাকা খরচ করে প্রার্থীকে জানানোর প্রয়োজন মনে করে না। একটা চাকরির আবেদন এবং পরীক্ষার জন্য ঢাকায় আসা-যাওয়া বাবদ একজন বেকারকে ১৫০০-২০০০ টাকা খরচ করতে হয়। যদি নিয়োগ ব্যবস্থাপনায় টাকার খুব ঘাটতি থাকে, তবে চাকরিপ্রাপ্তদের কাছ থেকে নিয়ে নেবেন, তাও বেকারদের বাঁচতে দিন। যদি প্রতিটি চাকরির পরীক্ষা নিজ বিভাগে এবং ব্যাংকের মতো আবেদন ফি-মুক্ত করা হতো, তবে বেকাররা কিছুটা হলেও রেহাই পেত। অবশ্যই সর্বস্তরে প্রতিটি পদে নিয়োগ স্বচ্ছ এবং যোগ্য ব্যক্তির নিয়োগ নিশ্চিত করতে হবে। তাহলে এ দেশ স্বপ্নের সোনার বাংলাদেশ হতে বেশি সময় লাগবে না আশা করি।
মো. সোলাইমান আলী
প্রশিক্ষক (কম্পিউটার), ঝিনাইদহ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন