প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ১৮। আমার দু’চোখের নিচে অসংখ্য শক্ত বিচি হয়েছে। এতে আমার মুখশ্রী নষ্ট হয়েছে। অনেক ওষুধ ব্যবহার করেছি। কাজ হয়নি। আমি আপনার মাধ্যমে দ্রæত সেরে উঠতে চাই।
-কল্পনা। পান্থপথ। ঢাকা।
উত্তর : আপনার মুখের রোগটি সম্ভবত “সিরিনগোমা”। এটি একটি জটিল ত্বক-সমস্যা। তবে আধুনিক রেডিও সার্জারীর মাধ্যমে কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই এটি নির্মূল করা সম্ভব।
প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৩৯। প্রায় দু’বৎসর যাবত আমি সহবাসে অক্ষম। আমার লিঙ্গের উত্থান হচ্ছে না। এতে আমি বেশ লজ্জিত। তাই দ্রুত আমি সেরে উঠতে চাই।
আজিমুদ্দীন। কামরাঙ্গীরচর। ঢাকা।
উত্তর : আপনি সম্ভবত পুরুষত্বহীনতায় ভুগছেন। এ জন্য ভাবনা কেন? আপনার রক্তে সেক্স-হরমোন এনালাইসিস করে চিকিৎসা নিলে সমস্যাটি নির্মূল করা সম্ভব।
প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ২৮। ইতোমধ্যে আমার মাথায় টাক পড়েছে। আমার মাথায় চুল গজানো সম্ভব?
-রবিন। মীরপুর। ঢাকা।
উত্তর : “টাক্ মাথায় চুল গজায়”। বর্তমানে এটি বাস্তব সত্য। কারণ কসমেটিক থেরাপি-স্টেম-সেল থেরাপি কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই টাক মাথায় চুল গজাতে সক্ষম।
প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স ৫১। আমার পায়ের দুই আঙ্গুলের ফাঁকে ঘা হয়েছে। ডাক্তার চিকিৎসা করেছেন। কিন্তু ভালো হয়নি। আমি সঠিক চিকিৎসা চাই।
-সালমা বেগম। কুষ্টিয়া।
উত্তর : আপনার পায়ের রোগটির নাম “ইন্টারট্রাইগো”। সঠিক চিকিৎসার মাধ্যমে অতি অল্প সময়ে আপনার রোগটি নির্মূল করা সম্ভব।
ত্বক, যৌন, সেক্স ও অ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট,
বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৭১৯২১৯৪২৯।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন