শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নৌকাবাইচ : লাখো মানুষের ঢল

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের মধুমতি নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নদীর দুতীরে মানুষের মিলন মেলায় পরিনত হয়। বিশাল মেলায় রূপ নেয় নদী তীর। প্রান আপ বিহারী লাল শিকদার নামে এ নৌকাবাইচ প্রতি বছরের মত বৃহস্পতিবার ৪ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা ক্রীড়া সংস্থা উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগ করতে সকাল থেকেই মহম্মাদপুর উপজেলার শেখ হাসিনা সেতু সংলগ্ন মধুমতি নদীর দু তীরে পার্শবর্তী ঝিনাইদহ, যশোর, ফরিদপুর, নড়াইলসহ কয়েকটি জেলার বিভিন্ন গ্রাম থেকে আসা নানা বয়সী নারী পুরুষের উপস্থিতিতে এলাকায় সৃষ্টি হয় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এড.বীরেন শিকদার-এমপি। সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুম করিম, মাগুরা জেলা প্রশাসক মুহাম্মদ আতিকুর রহমান, পুলিশ সুপার খাঁন মোহম্মাদ রেজোয়ান প্রাণ আপ গ্রুপের নির্বাহী পরিচালক মো. অনিসুর রহমানসহ অনেকে।প্রতিযোগিতা শুরুর আগ মুহূর্তে মধুমতি নদীর দুই পাড় লাখো মানুষের উপস্থিতিতে মিলন মেলায় পরিনত হয়। বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা বসায় বিভিন্ন পণ্যেও পসরা।এ নৌকা বাইচে অংশ নেয় বিভিন্ন এলাকা থেকে আসা ৩৩ টি নৌকা। দুই গ্রুপের প্রতিযোগিতায় বিজয়ী হয়-(টালাই গ্রুপে) প্রথম জলপরী খুলনা, দ্বীতিয় আকিরাম হোসেন খানাবাড়ি, তৃতীয় হয় অসিম সরকার নড়াইল। কালাই গ্রুপে প্রথম হয় হোসেন মোল্লা বড় শলই শালিখা, দ্বীতিয় আতর মোল্লা ঢুষরাইল তৃতীয় হয় রেজাউল মোল্লা গোপালগঞ্জ। সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন