নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো শাহিদা আক্তার শামীমা নামে এক স্কুল ছাত্রী।
স্থানীয় এলাকাবাসি ও ইউএনও অফিস সূত্রে জানা যায়, বারহাট্টা উপজেলার ছালিপুরা গ্রামের গ্রাম পুলিশ আব্দুল খালেকের মেয়ে ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী শামিমার সাথে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার জুয়েল মিয়ার বিয়ে ঠিক হয়। গতকাল শুক্রবার ছিল তাদের বিয়ের পূর্ব নির্ধারিত দিন। দুপুরের দিকে বর তার আত্মীয় স্বজনদের নিয়ে বিয়ে করতে আসে। খবর পেয়ে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। বিষয়টি টেরে পেয়ে বরসহ তার সঙ্গে আসা লোকজন পালিয়ে যায়। পরে ইউএনও ফরিদা ইয়াসমিন দেশের প্রচলিত আইনে বাল্য বিবাহ নিষিদ্ধ এবং বাল্য বিয়ের কুফল সম্পর্কে শামিমার পরিবারকে বুঝিয়ে শুনিয়ে বিয়ে বন্ধ করান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন