ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা গতকাল শেষ হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার উদ্বোধনী দিনে বিকেলে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ বজলুল হক হারুনের নেতৃত্বে উপজেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা চত্বরে নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব বজলুল হক হারুন সরকারের উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কথা তুলে ধরে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেবার আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে। তিনি বৃহস্পতিবার গভীর রাতে কাঠালিয়া উপজেলায় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় আলোচনা ও সাংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে জনগণ জনবান্ধব এ সরকারকে আবার ক্ষমতা বসানোর জন্য নৌকার পার্থীকে বিজয়ী করবে। কারণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, শিক্ষা সহায়তা, ডিজিটাল বাংলাদেশ, ফ্লাইওভার, মেট্রোরেল, পায়রা বন্দর, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঘরে ঘরে বিদ্যুৎ ছাড়াও অসংখ্য উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে বর্তমান সরকার। নৌকা ক্ষমতায় গেলে দেশ ও জনগণের উন্নয়ন হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়্যারম্যানবৃন্দ, ইউপি চেয়্যারম্যানবৃন্দ, সর্বস্তরের সাধারণ মানুষসহ বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সরকারের উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন। র্যালীতে সকল দপ্তরে কর্মকর্তা, কর্মচারী পৃথক পৃথক ব্যানারে, দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরে মেলায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন জনবান্ধব এমপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন