শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

৭৫-এ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ও প্রতিরোধ যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে -কাদের সিদ্দিকী

নেত্রকোনা থেকে এ কে এম আব্দুল্লাহ | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৮, ৯:৪৪ পিএম

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ও প্রতিরোধ যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার দাবিতে গতকাল রবিবার নেত্রকোনা সার্কিট হাউজ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ও সকল প্রতিরোধ যোদ্ধাদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নেত্রকোনা জেলা প্রতিরোধ যোদ্ধা কমিটি এই মত বিনিময় সভার আয়োজন করে। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও প্রতিরোধ যোদ্ধাদের সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী(বীর উত্তম)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর কাছে যদি কাদের সিদ্দিকী থাকতো তাহলে ৭৫’র প্রতিরোধ যোদ্ধাদের স্বীকৃতি না দিয়ে নিজেকে প্রধানমন্ত্রী বলতে পারত না। তিনি দৃপ্ত কণ্ঠে বলেন, ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী সকল যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, অন্যথায় প্রতিবাদকারীদের দৃষ্কৃতিকারী হিসেবে শাস্তির আওতায় আনতে হবে। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল দেশ প্রেমিক নাগরিকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
মত বিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতালীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (বীর প্রতীক), যুগ্ম সম্পাদক এ টি এম সালেক হিটলু, নেত্রকোনার দূর্গাপুরের প্রতিরোধ যোদ্ধা আব্দুল খালেক, এ কে এম আজাদুল আলম, দুলাল শাহা ও নেত্রকোনা সদরের আব্দুল খালেক। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক প্রতিরোধ যোদ্ধা অংশগ্রহন করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন