লাবু রহমান, এদেশের কিংবদন্তী একজন গিটার বাদক। ১৯৭৩ সালে হাতে যে গিটার হাতে তুলে নিয়েছিলেন সেই গিটার এখনও বাজিয়ে চলেছেন। গীটারের প্রতি অদম্য ভালোবাসাই তাকে পরিণত করেছেন একজন প্রখ্যাত গিটার বাদকে। তার এই শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে ২০০৬ সাল থেকে গুলশানের ‘মিউজিক প্ল্যানেট’-এ আগ্রহীদের গিটার শিখিয়ে আসছেন। রাজধানীর জোনাকী সিনেমা হলে দেশ স্বাধীন হওয়ার পরপরই পপ শো’ হতো। সেখানে সেন্ডার গিটার হাতে লাবু রহমান ফজলে রবকে দেখেছিলেন। তখন থেকেই গিটারের প্রতি তার অদম্য ভালোবাসা জন্মায়। তার বড় বড় ভাই ডা. শাজাহানের গিটার ছিলো। বাসায় ফিরে সেই গিটার হাতে নিয়ে বাজাতে চেষ্টা করেন। বলা যায়, সেই থেকে গিটারের সাথে সখ্য। ১৯৭৭ সালে পপ সম্রাট আজম খানের ব্যান্ড দল ‘উচ্চারণ’ এ বাজাতে শুরু করেন। তার সঙ্গে টানা দু’বছর বাজান। তখন থেকেই গিটার বাজানোকে পেশা হিসেবে নেন। এরপর নারায়ণগঞ্জের পাগলা’তে অবস্থিত ম্যারি অ্যান্ডারসন’এ ব্যান্ডদল সিম্পনি’র হয়ে বেশ কয়েক বছর গিটার বাজান। পরবর্তীতে ঢাকা অর্কেষ্ট্রা’র হয়ে গিটার বাজানো শুরু করেন। ১৯৮৬ সালে সাফ গেমস’এ সমর দাসের সঙ্গে কাজ করেছেন তিনি। ‘ফিডব্যাক’-এ গিটারিস্ট হিসেবে যোগ দেন ১৯৮৮ সালে। সেই থেকে এখন পর্যন্ত ‘ফিডব্যাক’র সাথে আছেন। এই দলে যোগ দিয়ে রুমেলের গাওয়া ‘কেন খুলেছো তোমার জানালা’ গানটি লাবু রহমানের কন্ঠে দারুণ জনপ্রিয়তা পায়। লাবু রহমান ‘উচ্চারণ’-এ থাকার সময় তার লেখা এবং সুর করা ‘আমি যারে চাইরে সে থাকে মোর এই অন্তরে’ আজম খানের কন্ঠে বেশ জনপ্রিয়তা পায়। লাবু রহমান নিজেও ‘ফিডব্যাক’র হয়ে এই দলেরই বিভিন্ন অ্যালবামে গেয়েছেন ‘সময় হয়েছে তার ফিরে আসবার’,‘ একা কোথাও’সহ আরো বেশ কিছু গান। এছাড়া আলোড়ন সৃষ্টিকারী অ্যালবাম ‘আলোড়ন’সহ আরো বেশ কিছু মিক্সড অ্যালবামেও গান গেয়েছেন তিনি। একজন গিটারিস্ট হিসেবে নিজের অবস্থান নিয়ে লাবু রহমান বলেন, ‘আমি একজন গিটারিস্ট হিসেবে ভীষণ সুখী মানুষ। এদেশের এমন কোন শিল্পী নেই, যার গানে গিটার বাজাইনি। একজন গিটারিস্ট হিসেবে আমি সন্তুষ্ট। মনেপ্রাণে চেয়েছিলাম একজন গিটারিস্ট হতে, আমার সেই স্বপ্নপূরণ হয়েছে। সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি, ভালো থাকি।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন