বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

পাকিস্তানের সাথে আলোচনায় দোটানায় ভারত : কোরেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন যে, ভারত তাদের অভ্যন্তরীণ স্বার্থে পাকিস্তানের সাথে সংলাপ এড়িয়ে গেছে। তিনি বলেন যে, সামনেই ভারতের সাধারণ নির্বাচন এবং এ অবস্থায় পাকিস্তানের সাথে আলোচনা নিয়ে দোটানায় আছে ভারত সরকার। মন্ত্রী আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ব্যাপারে প্রতিশ্রুতি দেয়ার পরও পিছু হটেছে ভারত। তিনি বলেন, সংলাপের ব্যাপারে ভারতের আচরণ যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশকেও হতাশ করেছে, যারা এই দুই দেশের মধ্যে সংলাপের প্রত্যাশা করে। ভারতীয় কর্মকর্তারা পাকিস্তানের উদ্দেশ্য এবং প্রধানমন্ত্রী ইমরান খানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। ভারতের পররাষ্ট্র দফতের মুখপাত্র রাভিশ কুমার বলেন, “নতুনভাবে শুরুর জন্য পাকিস্তানের যে প্রস্তাব, তার পেছনে পাকিস্তানের দুরভিসন্ধি রয়েছে এবং কয়েক দিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের চেহারা বিশ্বের কাছে উন্মুক্ত হয়ে গেছে। এ রকম পরিস্থিতিতে পাকিস্তানের সাথে যে কোন সংলাপ হবে অর্থহীন”।প্রধানমন্ত্রী মোদি পাকিস্তানকে বলির পাঁঠা হিসেবে ব্যবহার করছেন? সাউথ এশিয়ান মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন