দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হচ্ছে হিলি স্থলবন্দর। এ বন্দর দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার আমদানি কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া এ বন্দর দিয়ে প্রতিদিন শত শত যাত্রী ভারতে যাতায়াত করেন। তবে বহু আগে থেকেই হিলিবাসী বিভিন্ন কারণে অবহেলিত থেকে গেছে। দীর্ঘদিন ধরে হিলিবাসী রেল ভ্রমণে বঞ্চনার শিকার হয়ে আসছে। নিরাপদ ও আরামদায়ক মাধ্যম হিসেবে রেল ভীষণ জনপ্রিয়। কিন্তু ঢাকাগামী কিংবা আন্তঃনগর কোনো ট্রেনই এই স্টেশনে যাত্রাবিরতি করে না। এখানে নেই কোনো স্টেশন মাস্টার, কম্পিউটারাইজ টিকিট কাউন্টার। এর কারণে এখানকার সাধারণ মানুষকে ট্রেনে চলাচলের জন্য পার্শ্ববর্তী স্টেশন বিরামপুর অথবা পাঁচবিবি স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হয়। এই হিলি রেলস্টেশনটি চালু হলে হিলির জনগণসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাসপোর্ট যাত্রী ও বিদেশি পাসপোর্টধারী যাত্রীসহ সবার জন্য হিলিতে পৌঁছানো এবং হিলি থেকে বিভিন্ন স্থানে যাওয়া আরও আমোদপ্রিয় হয়ে উঠবে। অবস্থানের দিক থেকেও হিলি রেলস্টেশনটি মনোরম পরিবেশে অবস্থিত। তাই এটিকে সংস্কার করে আরও দৃষ্টিনন্দন করে তোলা প্রয়োজন।
মিটন গুপ্ত
হিলি, দিনাজপুর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন