শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ভরতখালী রেলস্টেশন চালুর দাবিতে মানববন্ধন

স্টাফ রির্পোটার, গাইবান্ধা থেকে | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২০, ১২:০১ এএম

গাইবান্ধার ভরতখালী রেলস্টেশন পুনরায় চালু ও তিস্তামুখ ঘাট হয়ে বোনারপাড়া জংশন পর্যন্ত সংযোগ ট্রেনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গত শনিবার সাঘাটার ভরতখালী পুরাতন রেলস্টেশন চত্ত¡রে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এলাকার সর্বস্তরের নারী-পুরুষ অংশ নিয়ে এই দাবি করেন। মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, জেলা পরিষদ সদস্য শামছুজ্জোহা, ভরতখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আজাদ শীতল।
শত বছরের এই ট্রেন লাইন দিয়ে ট্রেন সার্ভিস চালু হলে ঢাকাসহ উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগে গাইবান্ধা, বগুড়া, জামালুপুর, ময়মনসিংহ অঞ্চলের হাজার হাজার মানুষের যোগাযোগ সুবিধা বাড়বে।
জানা যায়, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার জনসাধারণ এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জসহ পাশের জেলা ও উপজেলার নৌপথে পারাপারের যাত্রীদের জন্য ভরতখালী রেলস্টেশনটি গুরুত্ব বহন করে। স্টেশনটি চালু হলে অর্থনৈতিক দিক থেকে সুফল বয়ে আনবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন