শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

হিলি রেলস্টেশনের কার্যক্রম পুন ঃ শুরু

হিলি বন্দর সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ১২:০২ এএম

দীর্ঘ ২ বছর বন্ধ থাকার পর মুজিববর্ষ উপলক্ষে হিলি রেল স্টেশনের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় কার্যক্রমের উদ্বোধন করেন রেলওয়ের পশ্চিম অঞ্চলের জিএম মিহির কান্তিগুহ। তিনি সকাল ১০ টায় তিতুমীর ট্রেনের রাজশাহী থেকে হিলি স্টেশনে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থলবন্দরের ব্যবসায়ীসহ স্থানীয়রা। পরে স্টেশনটির পুনরায় কার্যক্রম চালু উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার রেল বান্ধব সরকার। হিলি স্থলবন্দরের গুরুত্ব কথা বিবেচনা করে দীর্ঘদিন পর মুজিববর্ষ উপলক্ষে স্টেশনের কার্যক্রম চালু করা হলো। এতে করে বন্দর এলাকার মানুষের যাতায়াতের সুবিধা হবে বলেও জানান তিনি। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ অনেকে। 

জানা যায়, ২০১৮ সালে ৮ই জানুয়ারি লোকবল সঙ্কট দেখিয়ে স্টেশনটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন