কুমিল্লার চৌদ্দগ্রামে আদালতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন শাকিল হত্যামামলায় ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটককৃতরা হলেন, উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের বাবুল মিয়ার ছেলে পরান টিপু ও পূর্ব ডেকরা গ্রামের লকিয়ত উল্যাহর ছেলে রহমত উল্যাহ রবিন। গতকাল বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ইন্সপেক্টর অপারেশন ত্রিনাথ সাহা তথ্যটি নিশ্চিত করেন।
জানা গেছে, গত ৮ অক্টোবর সকালে আলকরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জামাল উদ্দিনের প্রাণনাশের আশঙ্কা মামলার স্বাক্ষী ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন শাকিলকে পূর্বশত্রুতা জের ধরে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে কুলাসার গ্রামের আবদুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী। শাকিল একই গ্রামের ছালেহ আহাম্মদ প্রকাশ বতুর ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। ফেনী থেকে কুমিল্লার আদালতে স্বাক্ষী দিতে যাচ্ছিলেন। মাইক্রোবাসে করে ফেনীর শর্শদি দীঘির পাড়ে নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা শাকিলকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফেনী থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন