শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানের সঙ্গে বৃহত্তম ড্রোন চুক্তির পথে চীন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

এস-৪০০ মিসাইলের পাল্টা জবাব হাই এন্ড মিলিটারি ড্রোন। ভারত-রাশিয়ার মধ্যে এস-৪০০ মিসাইল চুক্তির পরই প্রতিরক্ষা খাতে পাকিস্তানের সঙ্গে বৃহত্তম ড্রোন চুক্তি করতে চলেছে চীন। পাকিস্তানকে ৪৮টি উচ্চক্ষমতা সম্পন্ন ড্রোন সরবরাহ করবে চীন। জানা গেছে, যদিও এই ৪৮টি ড্রোন কিনতে কত টাকা খরচ হবে তা জানা যায়নি। পাকিস্তানের সামরিক অস্ত্রের বেশিরভাগই চীনের কাছ থেকে আমদানি করে। এছাড়া দুটি দেশ যৌথভাবে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট জেএফ থানডার উৎপাদন করছে। আগামী দিনে পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্স কামরা ও চীনের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন যৌথভাবে ড্রোন উৎপাদন করবে। চীনা সরকারের এক সামরিক বিশেষজ্ঞের কথায়, এই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও মজবুত করবে। এছাড়া পাকিস্তানের ড্রোনের যে ঘাটতি আছে তা মেটাবে। ডিডব্লিউ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন