শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চন্দনাইশ পৌর সড়ক জরাজীর্ণ

চন্দনাইশ (চট্টগ্রাম) থেকে এম এ মোহসিন | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়াড দক্ষিণ গাছবাড়ীয়া আবদুর বারীহাট থেকে দুর্লভপাড়া সংযুক্ত সড়কের বদলের কলঘর থেকে আবদুর বারীহাট পর্যন্ত করুণ দশা। এ সড়কের রাস্তার কার্পেটিং ওঠে গিয়ে খানাখন্দে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তা ছাড়া কোনো কোনো স্থানে কার্পেটিংসহ রাস্তার দুপাশে ভেঙে যাচ্ছে। এ সড়কে প্রতিদিন সিএনজি ট্যাক্সি যোগে অসংখ্যা মানুষ চট্টগ্রাম শহরে নিজ নিজ কর্মস্থলে যাতায়াত করেন। তা ছাড়া স্কুল-কলেজ, মাদরাসাপড়–য়া ছাত্রছাত্রী তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে এ সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। এ সড়কের দু’পাশে ঘনবসতি, স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। এ সড়ক দিয়ে প্রতিদিন চাকরিজীবী ও বিভিন্ন পেশার লোক এবং পথচারীসহ বিভিন্ন পৌর এলাকার লোকজন চলাচল করে থাকেন। এ ব্যাপরে স্থানীয় আবু তাহের, ইব্রাহীম ও ইদ্রিছ মিয়া বলেন, প্রতিবার নির্বাচন এলে জন প্রতিনিধিরা কার্পেটিং ও সংস্কার হবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন। পরে সে সব জনপ্রতিনিধিদের সুনজরে পড়ে না ও তাদের কোনো খবর থাকে না। আব্দুল বাড়িহাট থেকে দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন বদলা কলঘর পর্যন্ত খানাখন্দে চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। তা ছাড়া কোনো কোনো স্থানে রাস্তার দুপাশে ভেঙে যাচ্ছে। এ সড়ক দিয়ে দক্ষিণে সাত বাড়িয়া-বৈলতলী এবং উত্তরে উপজেলা প্রশাসনের যোগাযোগের জন্য মাধ্যম। এ সড়ক পৌরবাসীর যাতায়াতের গরুত্বপূর্ণ পথ। এ সড়ক দিয়ে উত্তরে চট্টগ্রাম মহাসড়ক তথা চন্দনাইশ সদরে উপজেলা প্রশাসনে যোগাযোগের মাধ্যম। এ সড়কে দক্ষিণে সাতবাড়ীয়া, বৈলতলী, হারলা, দক্ষিণ গাছবাড়ীয়া জনসাধারণ চলাচল করে থাকে। এ সড়কটি দ্রুত সংস্কারের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন