সিরাজগঞ্জ সদর উপজেলায় গতকাল যাত্রীবাহী বাস খাদে পড়ে অজ্ঞাত এক নারী (৪০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ যাত্রী। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সায়দাবাদ গোলচত্বর এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে ১৬ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা যান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন