শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাদকদ্রব্যসহ আটক ২

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা

দুপচাঁচিয়া উপজেলা উপজেলার চৌমুহনী এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে সিরাজগঞ্জ র‌্যাব-১২ একটি দল অভিযান চালিয়ে ৪০৬ বোতল ফেনসিডিল, ৪ বোতল বিয়ারসহ ২ জনকে আটক করেছেন। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে স্পেশাল কোম্পানি র‌্যাব-১২ সিরাজগঞ্জের একটি দল উপজেলার চৌমুহনী বাজার এলাকায় আসেন। এ সময় বাজার সংলগ্ন ভাই ভাই মিষ্টান্ন স্টোরের সামনে অভিযান চালিয়ে ফেনসিডিল কেনাবেচার সময় হাতেনাতে ২ জনকে আটক করে। আটকৃতরা হলোÑ উপজেলার চেংগা গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র মিরাজুল ইসলাম (৩৫) ও আদমদিঘী উপজেলা চাঁপাপুর ইউনিয়নের কয়াকঞ্চি গ্রামের হাবিবুর রহমানের পুত্র হুমায়ুন কবির (৪৫)। এ সময় র‌্যাব-১২ প্রতিনিধি দল তাদের তল্লাশি করে উভয়ের কাছে থাকা পাটের চটের বস্তা হতে ৪০ ৬ বোতল ফেনসিডিল, ৪ বোতল স্ক্যান বিয়ার উদ্ধার করে। পরে ফেনসিডিল ও বিয়ারসহ আটককৃতদের দুপচাঁচিয়া থানায় সোপর্দ করে। এ ব্যাপারে থানার ওসি নজরুল ইসলাম র‌্যাব-১২ দলের হাতে ফেনসিডিল ও বিয়ারসহ ২ জনের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ সংক্রান্তে আজ (গতকাল বুধবার) স্পেশাল কোম্পানি র‌্যাব-১২ সিরাজগঞ্জের ডিএডি ওয়ারেছ সরকার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য আইনে পৃথক ২টি মামলা দায়ের করেছে। আটককৃতদের গতকাল বুধবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন