আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আড়াইহাজারের ডাকবাংলার মোড় ও ফতেপুর চকে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। জানা যায়, রোববার রাতে পুলিশ উপজেলার ফতেপুর ইউনিয়নের চকে অভিযান চালান। সেখানে হেরোইন বিক্রির সময় বাবুল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত বাবুল নরসিংদী সদর থানার নোয়াকান্দী এলাকার বাসিন্দা। একই রাতে উপজেলার বাজার সংলগ্ন ডাকাবাংলার মোড়ে ইয়াবা বিক্রিকালে জুয়েল নামে একজনকে ৫২ পিছ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটককৃত জুয়েল উপজেলার গোপালদী পৌরসভাধীন উলুকান্দী এলাকার বাসিন্দা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন