কুমিল্লার চৌদ্দগ্রাম ও তেরিপট্টি শাখা ইসলামী ব্যাংক থেকে জাল চেক এবং জমা রশিদ দিয়ে নিজের একাউন্টে পাঁচ লাখ ৮৩ হাজার টাকা স্থানান্তর করেছে সাকিনা বেগম (২১) নামের এক প্রতারক। গতকাল মঙ্গলবার তার বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে সোমবার চৌদ্দগ্রাম বাজারস্থ ইসলামী ব্যাংক থেকে তাকে আটক করা হয়েছে। সাকিনা জামালপুর জেলার ইসলামপুর থানার পশ্চিম বামনা গ্রামের দুলাল শেখের মেয়ে। সে দীর্ঘদিন ধরে একইভাবে প্রতারণা করে আসছিল। জানা গেছে, গত সোমবার দুপুরে সাকিনা বেগম ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখায় লক্ষীপুরের রায়পুর শাখার জনৈক শফিকুল ইসলাম স্বাক্ষরিত ২ লাখ ৯০ হাজার টাকার একটি চেক প্রদান করে। সাকিনার ব্যক্তিগত একাউন্টে ইসলামী ব্যাংক গাজীপুর শাখায় জমা দেয়ার জন্য রশিদ প্রদান করে। ব্যাংক থেকে শফিকুল ইসলামের মোবাইল নাম্বারে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে চেকে দেয়া নাম্বারে কল করলে জনৈক ব্যক্তি নিজেকে শফিকুল ইসলাম ও স্বাক্ষরটি নিজের বলে দাবি করেন। এতে আশ্বস্ত হয়ে ব্যাংক থেকে প্রতারক সাকিনার ব্যক্তিগত একাউন্টে ২ লাখ ৯০ হাজার টাকা স্থানান্তর করা হয়। এরপর সাকিনা ১ লাখ টাকা উত্তোলনের জন্য ব্যাংকের গাজীপুর শাখার একটি চেক দেয়। সন্দেহ হলে ইসলামী ব্যাংকের চৌদ্দগ্রাম শাখার অপারেশন অফিসার একেএম মাহবুব উল্যাহ তার ব্যাংক স্ট্যাটমেন্ট চেক করলে দেখতে পায় একইভাবে তেরিপট্টি শাখা থেকে ২ লাখ ৯৩ হাজার টাকা নিজের একাউন্টে স্থানান্তর করেছে। এ ঘটনায় সাকিনার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করা হয়।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার নাসির উদ্দিন জানান, প্রতারক মহিলাকে আটক করা হয়েছে। তার সাথে আর কারা জড়িত তা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন