গোপালগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হজরত আলী জানান, ভোরে ওই স্থানে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এসময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
তিনি আরো জানান, আরো কয়েকটি যানবাহন চাপা দেওয়ায় ওই ব্যক্তির লাশ ছিন্ন ভিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে নিহত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা লাশ উদ্ধার করছে।
মন্তব্য করুন