শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মইনুল হোসেনের মুক্তি দাবী

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

বাংলাদেশ সংবাদপত্র পরিষদ বিএসপির সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক সম্পাদকমন্ডলীর সাবেক সভাপতি নিউনেশন সম্পাদকমন্ডলীর সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনের মুক্তি দাবি করেছেন ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিলস নির্বাহী পরিষদ ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মুক্তিযোদ্ধা-সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত। গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে তিনি বলেন, ব্যারিস্টার মইনুল যাকে চরিত্রহীন বলেছেন, তার কাছে ক্ষমা ও দুঃখ প্রকাশ করেছেন। এরপর বিষয়টি নিষ্পত্তি হয়ে যায়। কিন্তু দেশের বিভিন্ন স্থানে মামলা দিয়ে তাকে হয়রানি এবং জামিনে থাকা অবস্থায় গ্রেফতার করে জেলে পাঠানো উদ্বেগজনক। এতে ক্ষিপ্ত মনোভাব ও ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ ঘটেছে। ব্যারিস্টার মইনুল হোসেন ১৯৭৩ সালে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৭৫ সালে ২৫ জানুয়ারি সংবিধানের ৪র্থ সংশোধনীর প্রতিবাদে তিনি ও স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী সংসদ থেকে পদত্যাগ করেন। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্রষ্টা হলে ব্যারিস্টার মইনুলের পিতা ইত্তেফাক সম্পাদক মুসাফির তোফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা। স্বাধীনতার স্রষ্টার কন্যার শাসনামলে স্বপ্নদ্রষ্টার ছেলে জেলে থাকার বিষয়টি লজ্জাকর ও আত্মশ্লাঘার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন