টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের কাজে বাধা মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও নাশকতা চেষ্টার অপরাধে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে যুবদলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিতে আসার পথে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে উপজেলা বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বানাইল ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক সোহেল মিয়া, যুবদল নেতা সোহেল রানা, লেহাজ উদ্দিন, কামাল হোসেন, রুবেল মিয়া, কে এম তুষার, শাহিন খান, ফরিদ হোসেন, ময়নাল খান, সজিব খান, রাজিব খান, রিপন মিয়া, সাইদুর মিয়া, ছাত্রদল নেতা শাহিন মৃধা ও সজল মিয়া।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক বলেন পুলিশের কাজে বাধা মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও নাশকতা চেষ্টার অপরাধে তাদের আটক করা হয়েছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন