নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক অন্যান্যরা হলেন- বিএনপি কর্মী নাজমুল, ইয়াসিন ও রফিকুল। নেতাকর্মীরা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায়কে কেন্দ্র করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে আসলে তাদেরকে আটক করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের জয়নাল আবেদীন জানান, জনস্বার্থ বিঘ্নিত মিছিল করার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দেয়ার প্রতিবাদে আজকে জেলা ও মহানগর বিএনপির যৌথ কর্মসূচি ছিল। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সকালে কর্মসূচি পালনের জন্য আমরা যখন জড়ো হচ্ছিলাম তখন পুলিশ চারজনকে আটক করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন