ফেনীর দাগনভূঞা উপজেলার মেধাবী প্রতিবন্ধি ছাত্র আবদুল আল মুনাঈম (৯) ইঞ্জিনিয়ার হতে চায়।
জানা যায়, মুনাঈম উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এনায়েত নগর গ্রামের তাজ মোহাম্মদ ভূঞা বাড়ির দরিদ্র কৃষক কামাল উদ্দিন মিলনের প্রতিবন্ধি ছেলে। জন্মের সময় তার ২টি হাত না থাকায় সে পা দিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। সে দাগনভূঞা একাডেমীর ২য় শ্রেণীর মেধাবী ছাত্র। পিতা দরিদ্র হওয়ায় একদিকে তার বরণ পোষণ অন্যদিকে পড়ালেখার খরচ চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। মিলনের ২ সন্তানের মধ্যে প্রতিবন্ধি মুনাঈম বড় ছেলে। দৈনন্দিন কৃষিকাজ করে যে অর্থ উপার্জন করে তা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। দাগনভূঞা উপজেলার সমাজসেবা অফিস অস্বচ্ছ প্রতিবন্ধী হিসেবে প্রতিমাসে ৭৫০ টাকা পায়। এ টাকা দিয়ে তার খরচও চলেনা। মিলন তার ছেলের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সরকার ও সমাজের বিত্তবান লোকদের সহযোগিতা কামনা করেন। সে পড়ালেখা করে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন