মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মারুফ আহমেদ বিজনকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজনকে মেহেরপুর জেলা শহরের নিজস্ব ল-চেম্বার থেকে আটক করা হয়।
মেহেরপুর ডিবি পুলিশের ওসি ওবাইদুর রহমান বিজনকে আটকের কথা স্বীকার করেন। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষনিকভাবে কিছু জানাননি।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন জানান, বিএনপির নেতা-কর্মীদের অকারণেই আটক করা হচ্ছে। সরকার পুলিশ দিয়ে প্রতিনিয়ত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের আটক করে মিথ্যা মামলা দিচ্ছে। এ ধরণের মিথ্যা মামলার নিন্দা জানাচ্ছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন