বেগম খালেদা জিয়ার সাজা বৃদ্ধির প্রতিবাদ এবং মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে ফেরার পথে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনসহ অন্তত ২০ নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির সহ-সাংগঠনিক সম্পাদক এড. আবদুস সালাম আজাদ বলছেন, আনোয়ার হোসেইন ছাড়াও মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, আমীর হোসেন মাস্টার, মো. রিপন, মাহবুবুর রহমান দিপু, মোস্তফা সরকারসহ ২০জনকে পুলিশ আটক করেছে। মানববন্ধন শেষ হওয়ার পরপরই তাদের আটক করা হয়েছে। তাদের রমনা ও শাহবাগ থানায় রাখা হয়েছে বলে তিনি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন