রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৬২ মাওবাদী আত্মসমর্পণ করেছে ছত্তিশগড়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

নির্বাচনের আগে আগে ভারতের ছত্তিশগড় রাজ্যে ৬২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় অস্ত্রশস্ত্রসহ পুলিশের কাছে আত্মসমর্পণ করে মাওবাদীরা। গেরিলা যুদ্ধ ত্যাগ করে, এবার তারা সমাজের মূলস্রোতে ফিরে আসতে চায়। স্থানীয় পুলিশের আইজি ও পুলিশ সুপারের উপস্থিতিতে ৫১টি দেশীয় অস্ত্র মাওবাদীরা তুলে দেয়। আত্মসমর্পণকারী মাওবাদীরা সিপিআই-মাওবাদীর কুতুল আঞ্চলিক কমিটির সদস্য ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তাদের আত্মসমর্পণকে স্বাগত জানিয়ে বলেন, তাদের দেখে অন্য মাওবাদীরাও আত্মসমর্পণের ব্যাপারে উৎসাহী হবে। ভোটের আগে মাওবাদীদের এই আত্মসমর্পণে বিজেপির রাজনৈতিক মহলে স্বস্তির ছাপ স্পষ্ট। ১২ নভেম্বর ১৮টি আসনে এবং ২০ নভেম্বর ৭২টি আসনে ভোট হবে ছত্তিশগড়ে। ভোটের আগে ৬২ জন মাওবাদীর আত্মসমর্পণ, ছত্তিশগড়ে বিজেপি সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক সাফল্য হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন