ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানা এলাকায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে অনিতা রানী ঘোষ (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অনিতা রানী। নিহত অনিতা রানী ঠাকুরগাঁও সদর উপজেলার ঘনি মহেশপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, গত সোমবার সকালে জমি বিরোধের জেরে অনিতা রানী ও প্রতিপক্ষ জাহাঙ্গীরের সাথে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর লাঠি দিয়ে অনিতার মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়। পরে স্থানীয়রা তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোরে অনিতা ঘোষ মারা যায়। এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে রংপুর কোতয়ালী থানায় মৃত্যুর সংবাদ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ ব্যাপারে রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অনিতা রানী নামে এক গৃহবধূ মৃত্যুর খবর আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলে হত্যা মামলা রুজু করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন