ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় প্রাইভেটকারের ভেতরে এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মহাসীন রাব্বী (৩২) নামে এক যুবককে মারধর করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। গত শুক্রবার রাত ৯টার দিকে টিএসসির ডাসের পাশে এ ঘটনা ঘটে। যদিও তৎক্ষণাত ধর্ষণের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে সে। গতকাল সকালে রাব্বীকে আদালতে পাঠিয়েছে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানা সূত্র শিক্ষার্থীদের অভিযোগের বরাত দিয়ে বলেন, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এক ছাত্রীর সাথে ওই যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়। শুক্রবার রাতে তারা দেখা করতে ঢাবির টিএসসিতে আসে। একপর্যায়ে রাব্বী ওই ছাত্রীকে তার প্রাইভেটকারে তুলে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় আশপাশের শিক্ষার্থীরা গাড়ির ভেতরে দুই তরুণ-তরুণীকে ধস্তাধস্তি করতে দেখে ঘটনাস্থলে আসে এবং ধস্তাধস্তির কারণ জানতে চায়। তখন উপস্থিত কিছু শিক্ষার্থী ওই যুবককে মারধর করে এবং তার গাড়িতে ভাংচুর চালিয়ে শাহবাগ থানায় হস্তান্তর করে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, ওই যুবককে মারধরের সময় সে ধর্ষণের চেষ্টার অভিযোগ অস্বীকার করে। ওই যুবক বলেন, তার সঙ্গে আগে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল। তবে এখন আর নেই। শিক্ষার্থীরা বিনা অপরাধে তাকে মারধর করেছে এবং তার গাড়িতে ভাংচুর চালিয়েছে। শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, শিক্ষার্থীরা মারধর করে ওই তরুণকে থানায় হস্তান্তর করে। গতকাল সকালে তাকে ৫৪ ধারায় (বিনা পরোয়ানায়) আটক হিসেবে আদালতে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওসি বলেন, গতকাল সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ বা মামলা করেনি। তাছাড়া ওই ছাত্রীকে খুঁজে না পাওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রকৃত ঘটনা জানতে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন