রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চট্টগ্রামের বিদায় সেমিতে রাসেল

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ঘরোয়া ফুটবলের মৌসুম সূচক টুর্নামেন্ট ওয়ালটন ফেডারেশন কাপ থেকে বিদায় নিলো বর্তমান রানার্সআপ চট্টগ্রাম আবাহনী। তাদের বিদায় করে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলো শেখ রাসেল ক্রীড়া চক্র। গতকাল বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল উদুইন। সেমিতে শেখ রাসেল খেলবে আজকের বসুন্ধরা কিংস ও টিম বিজেএমসির মধ্যেকার শেষ কোয়ার্টার ফাইনালের বিজয়ী দলের বিপক্ষে।

কাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় শেখ রাসেল। ম্যাচের ৫ মিনিটে সহজ সুযোগ নষ্ট করা এগিয়ে যাওয়া হয়নি। ম্যাচে চট্টগ্রামও পাল্টা আক্রমণ করেছে। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় ম্যাচে ফেরা হয়নি তাদের। গোলশূণ্য প্রথমার্ধ শেষ হলে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় শেখ রাসেল। ৪৭ মিনিটে বাঁম দিক থেকে দলের উজবেকি ফরোয়ার্ড আজিজভ আলিশেরের ক্রস এক ডিফেন্ডার হয়ে চট্টগ্রামের ডি-বক্সে পেয়ে যান রাফায়েল উদুইন। জটলার মধ্য থেকে নাইজেরিয়ান এই ফরোয়ার্ডের শট খুঁজে পায় জালের ঠিকানা (১-০)। এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়াতে মরিয়া ছিলো শেখ রাসেল। ম্যাচের ৬৬ মিনিটে পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ চট্টগ্রাম আবাহনীর গোলবার বরাবর শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। ৭০ মিনিটে বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে চট্টগ্রাম আবাহনীর গাম্বিয়ার মিডফিল্ডার মোমোদু বাহর সঙ্গে লাফিয়ে ওঠা রাসেলের নাইজেরিয়ান ডিফেন্ডার অ্যালিসন উডোকার মধ্যে সংঘর্ষ হয়। ব্যথা পেয়ে মাঠ ছাড়েন মোমোদু। ম্যাচের যোগকরা সময়ে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা চট্টগ্রামের বদলি মিডফিল্ডার নাজমুল হোসেন রাসেলের শট রাসেল গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার গ্রিপে আসলে টুর্নামেন্টে টিকে থাকার শেষ সুযোগটি নষ্ট হয় বন্দর নগরীর দলটির।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন