শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ক্ষতিপূরণ নির্দেশনার বিরুদ্ধে আপিল শুনানি কাল

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

চুয়াডাঙ্গা শহরের ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে চক্ষু শিবিরে চিকিৎসায় চোখ হারানো ১৯ জনের প্রত্যেককে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ স্থগিত করেনি আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে ক্ষতিপূরণ স্থগিত চেয়ে আইরিশ কোম্পানির পক্ষে করা আবেদনের ওপর আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেছেন আদালত। হাইকোর্টের ক্ষতিপূরণ আদেশের বিরুদ্ধে ওষুধ কোম্পানি আইরিশের স্থগিত আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি নুরুজ্জামানের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। আদালতে আইরিশ কোম্পানির পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী শ. ম. রেজাউল করিম। রিট আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী অমিত দাস গুপ্ত। এর আগে চুয়াডাঙ্গা শহরের ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে চক্ষু শিবিরে চিকিৎসা নিতে এসে চোখ হারানো ১৯ জনের প্রত্যেককে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন হাইকোর্ট। চুয়াডাঙ্গা শহরের ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টার ও আইরিশ কোম্পানিকে এই ক্ষতিপূরণের অর্থ প্রদাণের নির্দেশ দেয়া হয়। এ সংক্রান্ত রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে গত ২১ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ এই রায় দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন