রাজধানীর তেজগাঁওয়ে চট্টগ্রাম অভিমুখী মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ কারণে প্রতিটি ট্রেন দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত দেরিতে আসছে ও ছেড়ে যাচ্ছে। বুধবার ভোরে ৫টি বগি লাইনচ্যুত হয় বলে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে।
কমলাপুর স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, বুধবার ভোর ৫টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম অভিমুখী মালবাহী একটি ট্রেনের বগি তেজগাঁওয়ে লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে কমলাপুর থেকে তেজগাঁও পর্যন্ত একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। সংস্কার কাজ চলছে। অল্প সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
স্টেশন কর্তৃপক্ষ জানায়, বগি লাইনচ্যুত হওয়ার কারণে ট্রেন আসতে ও ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে। সংস্কার কাজ চলছে। প্রতিটি ট্রেন দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত দেরিতে আসছে ও ছেড়ে যাচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন