শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে সৈয়্যদ হামিদ শাহকে ফুলেল সংবর্ধনা

ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুস কাল

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুস আগামীকাল বুধবার। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত ৪৭তম এ জুলুসে নেতৃত্ব দেবেন সৈয়্যদ মুহাম্মদ হামিদ শাহ। সকাল ৮টায় ষোলশহরস্থ আলমগীর খানকাহ থেকে শুরু হয়ে র‌্যালিটি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে। পরে জামেয়া ময়দানে ফিরে এসে সংক্ষিপ্ত মাহফিলের মাধ্যমে সমাপ্ত হবে জশনে জুলুস। জুলুস সফল করতে আনজুমান ট্রাস্ট সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নগরীর সড়ক ও ভবনসমূহে এ উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছে। সার্বিক ব্যবস্থাপনা নিখুঁত করতে কয়েক হাজার নিজস্ব স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তা কর্মী প্রস্তুত রয়েছে।
গতকাল সোমবার নগরীর জামাল খানের একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আয়োজক সংগঠনের নেতারা। তারা আশা করেন, প্রতিবছরের মতো এবারও জশনে জুলুসে লাখ লাখ মানুষের সমাবেশ ঘটবে। জুলুস মিডিয়া সাব-কমিটির আহ্বায়ক মুহাম্মদ আমির হোসেন সোহেল সাংবাদিকদের জুলুস সম্পর্কে বিভিন্ন তথ্য জানান। এ সময় আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, এসিসটেন্ট জেনারেল সেক্রেটারি এসএম গিয়াস উদ্দিন শাকের, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ দিদারুল ইসলাম, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি প্রফেসর কাজী শামসুর রহমান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ অছিয়র রহমান, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।


হামিদ শাহকে সংবর্ধনা
সৈয়্যদ মুহাম্মদ হামিদ শাহ গতকাল ঢাকা থেকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম আসেন। এ সময় তাকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়। তার সফরসঙ্গী আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনসহ ট্রাস্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তার ইমামতিতে নামাজে আছর, মাগরিব ও এশা আলমগীর খানকায় অনুষ্ঠিত হয়। বাদে মাগরিব শেখ সুলতান মীর মহিউদ্দিন সৈয়্যদ আবদুল কাদের জিলানীর (র.) গেয়ারভী মাহফিলে আল্লামা হামিদ শাহ সভাপতিত্ব করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন