দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা দিতে না পারায় এলোপাথাড়ী গুলিতে মো. আবদুর রহিম (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নে।
সে ওই ইউনিয়নের দক্ষিণ বীজবাগ গ্রামের মুন্সি বাড়ির আলী মুন্সির ছেলে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে আফ্রিকার প্রিটোরিয়ার সেহানবাগ এলাকায় ওই ঘটনাটি ঘটে। শুক্রবার দেশের বাড়িতে তার মৃত্যুর সংবাদ পৌঁছায়। নিহত আবদুর রহিম ৪ ভাই ১ বোনের মধ্যে সে ৪র্থ।
জানা গেছে, বড় দুই ভাইয়ের ব্যবসায় সহযোগীতা করতে ৭ বছর আগে দক্ষিণ আফ্রিকা যান আবদুর রহিম। বৃহস্পতিবার দুপুরে একদল কৃঞ্চাঙ্গ সন্ত্রাসী দোকানে এসে মোটা অংকের চাঁদা দাবি করে।
এ সময় সে চাঁদা দিতে অস্বীকার করলে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী এলোপাতাড়ী গুলি ছুড়লে আবদুর রহিম গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এ সুযোগে সন্ত্রাসীরা দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে অপর ভাইরা স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সংবাদ বাড়িতে আসার সাথে সাথে স্বজনদের আহজারী শুরু হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন