পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবিলম্বে খুলে দেয়া ও ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পাবনা প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার বেলা ১১টার দিকে শহরের আব্দুল হামিদ সড়কে এই মানববন্ধন করা হয়।
শিক্ষার্থীরা অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, সেশন জট মুক্ত ও ১০ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহারসহ ৭ দফা দাবী মেনে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহবান জানান। শিক্ষার্থীরা তাদের দাবী মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী প্রদান করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন