সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপিপন্থিদের জয়

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ১০:৫৬ এএম

খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০১৯ সম্পন্ন হয়েছে। বিএনপিপন্থি সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী শেখ নুরুল হাসান রুবা সভাপতি ও মোল্লা মশিয়ুর রহমান নান্নু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (২৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।

এবারও আওয়ামী লীগপন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপিপন্থি সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে দু’টি প্যানেলে মোট ২৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সমিতির ১২৭৮ জনের মধ্যে ১১০৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এছাড়া সহ সভাপতি পদে বিএনপিপন্থি সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলের সরদার আব্দুল জলিল ও হালিমা আক্তার খানম, যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম লিটন, লাইব্রেরি সম্পাদক হাবিবুর রহমান মালী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জয়দেব কুমার সরকার নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে আব্দুস সোবাহান সরদার, ফারজানা এলিজা, এস এম সাইফুর রহমান সুমন ও মোল্লা হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে আ’লীগপন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের সদস্য পদে তিনজন নির্বাচিত হয়েছেন।

এরা হলেন মেহেদী হাসান, বিধান চন্দ্র ঘোষ ও মোসা. শাম্মী আক্তার।
পরিচালনা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ এম আহমেদ উল্লাহ, লিয়াকত আলী মোল্লা ও বেগম আক্তার জাহান রুকু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন