রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুমিল্লায় আ.লীগের একমাত্র নারী প্রার্থী

চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার প্রথম নারী প্রার্থী হিসেবে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ ওমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মেরী সিআইপি।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনটি বিএনপির দূর্গ হিসেবে পরিচিত আসন থেকে টানা ৫ বার এমপি নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম এমকে আনোয়ার। দুই উপজেলা মিলিয়ে এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার। তিনি এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও দেশের স্বনামধন্য ব্যবসায়ী মাতলুব আহমেদের স্ত্রী। জানা গেছে, আগামী নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের ৯জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। কিন্তু সবাইকে টপকে শেষ হাসিফুটল মেরী ও তার সমর্থকদের মুখে। আওয়ামী লীগ সভানেত্রী স্বাক্ষরিত মনোনয়নের চিঠি হাতে পান তিনি। বিষয়টি ছড়িয়ে পড়লে হোমনা-তিতাস উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ-উল্লাস দেখা যায়। দীর্ঘদিন যাবৎ বিএনপির দখলে থাকার পর বর্তমানে জাতীয় পার্টির দখল থেকে আসনটিকে নিজেদের করে নিতে মরিয়া আওয়ামী লীগ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন