চিত্রনাট্যকার ও পরিচালক আমজাদ হোসেনের শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। সেখানকার বিখ্যাত বামরুনগ্রাদ হাসপাতালে তাকে ভর্তি করা হবে।
আমজাদ হোসেনকে নিতে মঙ্গলবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ব্যাংকক থেকে বামরুনগ্রাদের একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে। রাত ১০টার মধ্যে অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কথা।
ইমপালস হাসপাতাল কর্তৃপক্ষের কিছু প্রক্রিয়া সম্পন্ন করে গুণী এ নির্মাতাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি রাতেই ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়বে।
এ প্রসঙ্গে জানতে চাইলে আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান বলেন, দেশবাসীর উদ্দেশে বলছি- হাসপাতালের ঘোষণা ছাড়া আমরাও যদি বলি আমজাদ হোসেন আর নেই, কেউ গুজবে কান দেবেন না। দয়া করে বাবার জন্য দোয়া করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন