দেশবরেণ্য চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ইমপালস হাসপাতালের নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট শহিদুল্লাহ সবুজ এমন তথ্য দিয়েছেন। তার অধীনেই চলছে গুণী এই নির্মাতার চিকিৎসা। চিকিৎসক শহিদুল্লাহ সবুজ জানান, আমজাদ হোসেনকে আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হচ্ছে। তারপরও তার অবস্থার কোনোও উন্নতি দেখা যাচ্ছে না। বরং আগের চেয়ে অবস্থার অবনতি হয়েছে। তিনি জানান, তার ব্রেনের রক্তনালী বন্ধ হয়ে স্ট্রোক হয়েছে। এর আগে তার হার্টের রিদমে অসুবিধা ছিল। সেখান থেকে স্ট্রোকের উৎপত্তি হয়েছে, ব্রেনের দুপাশেই বড় রক্তনালী বন্ধ হওয়ায় স্ট্রোক হয়েছে। এ অবস্থায় বিপদ মুক্ত হওয়ার সুযোগ খুবই কম থাকে। চিকিৎসক জানান, আমজাদ হোসেন ঘুমের মধ্যেই স্ট্রোক করে খাট থেকে পড়ে যান। বড় আকারে স্ট্রোকের কারণে তিনি ঝুঁকির মধ্যে আছেন। আমজাদ হোসেনের ছেলে পরিচালক সোহেল আরমান বলেন, বাবার অবস্থা ভালো না। এ অবস্থায় দেশের বাইরে নিয়ে যাওয়াও সম্ভব হচ্ছে না। সন্তান হিসেবে বাবার জন্য দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন